
মঙ্গলবার ০৬ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: অযোধ্যায় রামন্দির উদ্বোধনের দিন পথে নামছে তৃণমূল। তাদের তরফে রাজ্যে সম্প্রীতির মিছিল বের করা হবে। যেখানে সর্বধর্মের লোকেদের আহ্বান জানিয়েছে তারা। মূল মিছিলের নেতৃত্বে থাকবেন মুখ্যমন্ত্রী এবং স্বয়ং তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি। মঙ্গলবার নবান্নে এক সাংবাদিক সম্মেলনে মমতা বলেন, "আগামী ২২ জানুয়ারি তৃণমূল একটি মিছিল করবে। হাজরা থেকে পার্কসার্কাস পর্যন্ত এই মিছিল হবে। মিছিলে থাকবেন সর্বধর্মের মানুষ। কালীমন্দিরে গিয়ে পুজো দিয়ে এই মিছিল শুরু হবে। মন্দির, মসজিদ, গুরদোয়ারায় যাব। মিছিল শেষ হওয়ার পর পার্কসার্কাসে একটি সভা হবে।"
একইসঙ্গে তিনি জানান, ওইদিন বেলা তিনটেয় রাজ্যের প্রতিটি জেলায় ব্লকে ব্লকে তৃণমূল কর্মীরা সংহতি মিছিল করবেন। তৃণমূলের এই মিছিলকে কটাক্ষ করে রাজ্য বিজেপি নেতা রাহুল সিনহা বলেন, "রামমন্দির নিয়ে রাজ্যে সম্প্রীতির কোনও অভাব হয়নি। এই সম্প্রীতি বিনষ্টের জন্যই তৃণমূল এই মিছিল করতে চলেছে।"
জানা গিয়েছে, রামমন্দির উদ্বোধনী অনুষ্ঠানে মমতাকে আমন্ত্রণ জানানো হয়েছে। কিন্তু মঙ্গলবার দলের এই কর্মসূচি ঘোষণার মাধ্যমে মমতা বুঝিয়ে দিলেন তিনি ওই অনুষ্ঠানে যাচ্ছেন না।
এর পাশাপাশি এদিন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঘোষণা করেন আগামী ২০ জানুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত পাড়ায় পাড়ায় রাজ্য সরকারের পক্ষ থেকে "জনসংযোগ কর্মসূচি" গ্রহণ করা হয়েছে। দুয়ারে সরকার কর্মসূচির মাধ্যমে যেমন রাজ্য সরকারি প্রকল্পের সুবিধা বা আওতাধীন হওয়া যায় তেমনই এই কর্মসূচির মাধ্যমেও তা পাওয়া যাবে।
সন্ধ্যা নামতেই সদয় বরুণদেব, কলকাতায় ঝেঁপে বৃষ্টি, আগামী কয়েক ঘণ্টায় বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস
নিজেদের জীবন বাঁচান আগে, বড়বাজারে বাসিন্দাদের অনুরোধ মুখ্যমন্ত্রীর
মেছুয়ায় হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার হোটেল মালিক ও ম্যানেজার
শহর কলকাতায় ফের অগ্নিকাণ্ড, এবার চিনার পার্কের রেস্তরাঁয় লাগল আগুন
মেচুয়াপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড: কী জানালেন প্রত্যক্ষদর্শী?
টানা ১৯ দিন এই ডিভিশনে বাতিল থাকবে একাধিক লোকাল ও এক্সপ্রেস ট্রেন, কেন?
বড়বাজারে অগ্নিকাণ্ডে মৃতদের পরিবারের পাশে রাজ্য, ক্ষতিপূরণ ঘোষণা মমতার
মা ফ্লাইওভারে ফের দুর্ঘটনা, বেপরোয়া বাইক চালিয়ে মৃত এক
কেউ ঝাঁপ দিয়ে বাঁচতে গিয়ে, কেউ অগ্নিদগ্ধ, মেছুয়া বাজারের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে মৃত বেড়ে ১৪